রাজশাহীতে অভিযান চালিয়ে
৯৫ পিস
ইয়াবাসহ রহিদুল
মৃধা (৩৫)
নামে ধর্ষণ
মামলার পলাতক
এক আসামিকে
গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ানের (র্যাব-৫) সদস্যরা।
শনিবার গভীর রাতে
মহানগরীর মতিহার
থানাধীন জাহাজঘাট
ফুলতলা এলাকা
থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।রবিবার
দুপুরে র্যাব-৫
এর পক্ষ
থেকে এই
তথ্য নিশ্চিত
করা হয়েছে।
র্যাব-৫
এর মিডিয়া
সেলের এএসপি
খালেদা বেগম
জানান, রহিদুলের
বিরুদ্ধে দুর্গাপুর
থানায় একটি
ধর্ষণ মামলা
রয়েছে। মামলার
পর থেকে
সে পলাতক
রয়েছে।
শনিবার রাতে অভিযান
চালিয়ে ৯৫
পিস ইয়াবাসহ
তাকে গ্রেপ্তার
করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ
শেষে রবিবার
দুপুরে রহিদুলকে
দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।