ইন্টারনেট ব্যবহারের ওপর
সম্পূরক শুল্ক
৫ শতাংশ
থেকে কমিয়ে
৩ শতাংশ
করা হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে অর্থ আইন, ২০১৫ এর ওপর সংশোধন প্রস্তাব আনেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। বাজেটে এর ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হিসেবে চিহ্নিত হয়েছে। তাই সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
অর্থবিলের ওপর আনা সংশোধনী প্রস্তাব আলোচনা শেষে কণ্ঠভোটে পাস হয়।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি মোবাইলের সিম বা রিমকার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার (টক টাইম, এসএমএস, এমএমএস, ইন্টারনেট প্যাকেজ) ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।