রোহিঙ্গাদের শুমারি করবে সরকার

S M Ashraful Azom
বাংলাদেশে অবস্থানকারী অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের  (রোহিঙ্গা) ছবি ও সাধারণ তথ্য-সংলিত ডেটাবেজ তৈরির কাজ এরই মধ্যে শুরু করেছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের মার্চ নাগাদ এ ডেটাবেজ তৈরির কাজ সম্পন্ন করবে। এতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান—এ শুমারির মধ্য দিয়ে অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের বর্তমান অবস্থান এবং বাংলাদেশে অনুপ্রবেশের পূর্বে তাদের মূল বাসস্থানের ঠিকানা নিরুপণ করে বাংলাদেশে অনুপ্রবেশের অন্তর্নিহিত কারণ জানা যাবে। একবার এ সংখ্যা জানা গেলে তাদের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন করাও সম্ভব হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top