রাজধানীতে প্রথমবারের মতো আসবাবপত্রের কাঠের ওপর আন্তর্জাতিক মানের বাণিজ্য প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি ড. আবু সাঈদ আল-আহমেদ।
পিভিটি লিমিটেড ও ফিউচারেক্স আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএবি সভাপতি বলেন, বিদেশে বাংলাদেশের আসবাবপত্রের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু আসবাবপত্র উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রাংশ না পাওয়ায় সে সম্ভাবনা নষ্ট হচ্ছে। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের বাণিজ্য প্রদর্শনীতে আসবাবপত্র উৎপাদনকারীরা অনেক যন্ত্রাংশের সঙ্গে পরিচিত হবেন। এটা এই শিল্পের জন্য খুবই ইতিবাচক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ফার্নিচার রফতানি করা হচ্ছে। তবে এ শিল্পকে আরও এগিয়ে নিতে সঠিক প্রযুক্তি ছোঁয়া দরকার। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম রহমান বলেন, সরকারের পক্ষ থেকে সমর্থন পেলে এই খাত অনেক বড় শিল্পখাত হিসেবে জায়গা করে নেবে। আমাদের আসবাবপত্রের বেশ সুনাম রয়েছে। এই সুনামের জায়গা থেকে আসবাবপত্র খাতের সেবার পরিধিও বাড়াতে হবে। প্রদর্শনীর আয়োজক সূত্রে জানা যায়, আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এই প্রদর্শনীতে থাকবে। প্রায় দুইশ’টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনী ঘুরে দেখা যায়, আসবাবপত্র তৈরির প্রয়োজনীয় উপকরণ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল সাজানো হয়েছে। দর্শনার্থীদের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দিতেও দেখা যায়। তিনদিন ব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ১৩ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এ প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি ড. আবু সাঈদ আল-আহমেদ।
পিভিটি লিমিটেড ও ফিউচারেক্স আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএবি সভাপতি বলেন, বিদেশে বাংলাদেশের আসবাবপত্রের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু আসবাবপত্র উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রাংশ না পাওয়ায় সে সম্ভাবনা নষ্ট হচ্ছে। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের বাণিজ্য প্রদর্শনীতে আসবাবপত্র উৎপাদনকারীরা অনেক যন্ত্রাংশের সঙ্গে পরিচিত হবেন। এটা এই শিল্পের জন্য খুবই ইতিবাচক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ফার্নিচার রফতানি করা হচ্ছে। তবে এ শিল্পকে আরও এগিয়ে নিতে সঠিক প্রযুক্তি ছোঁয়া দরকার। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম রহমান বলেন, সরকারের পক্ষ থেকে সমর্থন পেলে এই খাত অনেক বড় শিল্পখাত হিসেবে জায়গা করে নেবে। আমাদের আসবাবপত্রের বেশ সুনাম রয়েছে। এই সুনামের জায়গা থেকে আসবাবপত্র খাতের সেবার পরিধিও বাড়াতে হবে। প্রদর্শনীর আয়োজক সূত্রে জানা যায়, আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এই প্রদর্শনীতে থাকবে। প্রায় দুইশ’টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনী ঘুরে দেখা যায়, আসবাবপত্র তৈরির প্রয়োজনীয় উপকরণ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল সাজানো হয়েছে। দর্শনার্থীদের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দিতেও দেখা যায়। তিনদিন ব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ১৩ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এ প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।