শনিবার তানোর যাচ্ছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

S M Ashraful Azom
সারাদেশের একটি মাত্র উপজেলা পরিদর্শনের জন্য তানোরকে বেছে নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম. ফচ। আগামী শনিবার (১৩ মে) রাজশাহীর তানোর উপজেলায় যাচ্ছেন তিনি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনীরুজ্জামান ভুইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, তানোর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব প্রমুখ।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম. ফচ সারাদেশের একটি মাত্র উপজেলা পরিদর্শন করার জন্য তানোর উপজেলাকে বেছে নিয়েছেন। আগামী শনিবার তানোর উপজেলায় আসবেন তিনি। সফরকালে তানোরের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মত বিনিময় করার পাশাপাশি বিকেলে উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশনেও উপস্থিত থাকবেন তিনি।পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার-বেসেরকারি অফিস পরিদর্শন করবেন ক্রিশ্চিয়ান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top