থাইল্যান্ডে মার্স ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান

S M Ashraful Azom

07
থাইল্যান্ডে প্রাণঘাতী মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এ তথ্য নিশ্চিত করেছে। চলতি বছর মার্স ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া দেশগুলির মধ্যে থাইল্যান্ড চতুর্থ। স্বাস্থ্যমন্ত্রী রাজাতা রাজাতানাভিন ব্যাংককে সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজধানীতে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করে তার শরীরে মার্স সংক্রমিত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। দুটি ল্যাব পরীক্ষার মাধ্যমে তার দেহে মার্স ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তি ব্যাংককে হৃদরোগের চিকিৎসা করাতে এসেছিলেন।
রাজাতার এ খবরের পাশাপাশি থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন ৫৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন ওই ব্যক্তির সঙ্গে ব্যাংককে এসেছিলেন। প্রসঙ্গত, ২০১২ সালে সৌদি আরবে প্রথম ব্যাপকহারে মার্স ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটে। ওই বছর দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫৪ জনের মৃত্যু হয়। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে আক্রান্ত ১৬৫জন আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top