ঢাকা: দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার এবং সাকিব
আল হাসানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে
স্বাগতিক বাংলাদেশ ৩০৭ রান সংগ্রহ করেছে। ওয়ানডেতে ভারতের বিপক্ষে এই
প্রথমবার ৩০০ রানের মুখ দেখলো টাইগাররা। ধোনিদের বিপক্ষে একদিনের ক্রিকেটে
বাংলাদেশের এটাই সর্বোচ্চ সংগ্রহ। বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং করতে নেমে ২ বল আগে গুটিয়ে যাওয়ার আগে ৩০৭
রান সংগ্রহ করে মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে ওয়ানডেতে ভারতের বিপক্ষে
বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৯৬ রান। ২০১০ সালে মিরপুরের মাঠেই ধোনির
দলের বিপক্ষে ৬ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। সেবার বড় সংগ্রহ
গড়েও ধোনির হার না মানা ১০১ রানের ইনিংসের কারণে পরাজয় সঙ্গী করেই মাঠ
ছাড়তে হয় টাইগারদের।
ওয়ানডেতে এ নিয়ে ৯ বার ৩০০ রানের মুখ দেখলো বাংলাদেশ। ২০০৬ সালের
কেনিয়ার বিপক্ষে ৩০০ রান করার মধ্য দিয়ে বাংলাদেশের ৩০০ রানের যাত্রা শুরু।
এরপর পাকিস্তানের ও জিম্বাবুয়ের বিপক্ষে দুবার করে ৩০০ রান করতে সক্ষম হয়
টাইগাররা। ভারতের মতো সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও
কেনিয়ার বিপক্ষে একবার করে ৩০০ রানের স্কোর গড়ে টাইগাররা। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর পাকিস্তানের বিপক্ষে। গেল
এপ্রিলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজে ৩২৯ রান করেছে স্বাগতিক
বাংলাদেশ, যেটি ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া একই
প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ ৩২৬ রান করেছে।