ভাইরাসে আক্রান্ত ছিলেন ব্রাজিলের ফুটবলাররা: দুঙ্গা

S M Ashraful Azom
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ব্রাজিল দলের ১৫ ফুটবলারই ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে দলটির কোচ দুঙ্গা। এটাকে পরাজয়ের অন্যতম কারণ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের পর দায়িত্ব নেয়া এই কোচ।
পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাবেক এই ফুটবলার বলেছেন, ‘এটা কোনো অজুহাত হতে পারে না। তারপরও অসুস্থতার জন্য অনুশীলনে কাটছাঁট করেছি আমরা। ম্যাচের আগে দলের ১৫ জন ফুটবলারই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।’
প্রস্তুতিতে ঝামেলা হয়েছে বলে মন্তব্য করেছেন দুঙ্গা বলেছেন, ‘খেলোয়াড়রা মাথা ও পিঠের ব্যথায় আক্রান্ত হয়েছে। এ জন্য তাদের অনুশীলনও কম করিয়েছি আমরা। আর ফুটবলারদের মধ্যে কয়েকজন বমিও কয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অসুস্থতা অনুভব করে উইলিয়ান আর খেলার শেষ দিকে অসুস্থ হয়েছে রবিনহো।’
কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে কোপা আমেরিকা শেষ হয়েছে ব্রাজিলের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top