জেলার বারহাট্টা উপজেলার
সাহতা ইউনিয়নের
বড়গাঁওয়া গ্রামে
পারিবারিক কলহের জের ধরে নিজ
শরীরে আগুন
ধরিয়ে আত্মহত্যার
চেষ্টা করেছেন
সঞ্চিতা পাল
(৩০) নামে
এক গৃহবধূ।
সোমবার সকালের দিকে এ আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে। সঞ্চিতা পালকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সঞ্চিতা পাল বড়গাঁওয়া গ্রামের ভোপেন্দ্র পালের স্ত্রী।
জানা গেছে, সঞ্চিতা পালের সঙ্গে তার দেবর হরিশ চন্দ্র পালের প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। এক পর্যায়ে হরিশ চন্দ্র পাল তার বড় ভাই ভোপেন্দ্র পালকে মারধর করেন। স্বামীকে লাঞ্ছিত করার অপমান সইতে না পেরে সঞ্চিতা পাল নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার সকালের দিকে এ আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে। সঞ্চিতা পালকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সঞ্চিতা পাল বড়গাঁওয়া গ্রামের ভোপেন্দ্র পালের স্ত্রী।
জানা গেছে, সঞ্চিতা পালের সঙ্গে তার দেবর হরিশ চন্দ্র পালের প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। এক পর্যায়ে হরিশ চন্দ্র পাল তার বড় ভাই ভোপেন্দ্র পালকে মারধর করেন। স্বামীকে লাঞ্ছিত করার অপমান সইতে না পেরে সঞ্চিতা পাল নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।