নাইজেরিয়ায় সহিংস কর্মকাণ্ড বা আত্মঘাতী হামলায় জড়িয়ে পড়েছে অল্প বয়সী মেয়ে বা শিশুরাও। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ইবে রাজ্যের গুজবা শহরের একটি মার্কেটে ১২ বছর বয়সী একটি মেয়ের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন।
নাইজেরিয়ার স্থানীয় সময় মঙ্গলবার ১১টায় এ হামলার ঘটনা ঘটে।
চলতি বছরের প্রথম দিকে বোকো হারামের নিকট থেকে নাইজেরিয়ান আর্মি শহরটিকে উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী হুসাইনি ইসামি জানায়, এটা ছিল ১২ বছর বয়সী একটি বালিকার আত্মঘাতী বোমা হামলা। তিনি আরো বলেন, সে প্রথমে মার্কেটের সবজি বাজারের কেন্দ্রস্থলে চলে যায়। সেখানে গিয়ে মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের লক্ষ্য করে তার সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
এখনো পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার বিষয়ে মন্তব্য করেনি।সূত্র : বিবিসি