একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা আজ রাত সাড়ে ১১টায় অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম। ফল প্রকাশের সব প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
রবিবার রাতে সাংবাদিকদের সচিব একথা জানান।
এর আগে সকালে সচিবালয়ে শিক্ষা সচিব সাংবাদিকদের জানান, ‘আজ রাত ১২টার পর একাদশে ভর্তির ফলাফল ঘোষণা করা হবে। অনলাইনে একাদশে ভর্তির ফল প্রকাশের ঘটনা এবার প্রথম হওয়ায় আমাদের কিছু ত্রুটি রয়ে গিয়েছে। আগামীতে এসব ত্রুটি আমরা কাটিয়ে উঠবো।’
তিনি বলেন, বুয়েটের অধ্যাপক কায়কোবাদের তত্ত্বাবধানে ভর্তির ফল নিয়ে কাজ হচ্ছে। তার নেতৃত্বেই প্রথমবারের মতো অনলাইনে একাদশে ভর্তির ফল প্রকাশিত হতে যাচ্ছে।
একাধিকবার ফল প্রকাশের দিন নির্ধারণ করেও ফল প্রকাশিত না হওয়ার ব্যর্থতার কথা স্বীকার করে শিক্ষা সচিব বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ত্রুটি। স্ক্যানিং-এ ত্রুটিসহ যে সমস্যা ধরা পড়েছে তা আগামীতে আমরা কাটিয়ে উঠবো। এ ব্যাপারে আমরা খুবই আন্তরিক। গতকাল রাত ৪টা পর্যন্ত আমি নিজে ঘটনাস্থলে ছিলাম এবং আমার সঙ্গে অধ্যাপক কায়কোবাদও ছিল।’
নজরুল ইসলাম খান বলেন, আমাদের ত্রুটির কারণে যতদিন ফল প্রকাশে দেরি হলো ভর্তির সময় ঠিক ততদিন বৃদ্ধি করা হবে।
এর আগেও একাধিকবার আশার বাণী শুনিয়েও ভর্তির ফল প্রকাশ করতে পারে নি।পুরো কাজটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বুয়েট করছে।
একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুসারে আবেদন যাচাই করে ফল প্রকাশ করার কথা ছিল ২৫ জুন রাতে। সেই রাত গড়িয়ে প্রায় তিন দিন পার হলেও এখনো ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
http://www.xiclassadmission.gov.bd/ ওয়েবসাইট থেকে ফল জানা যাবে ।