১০ দিনের মধ্যে সৌম্যর বাড়িতে বিদ্যুৎ দেয়ার আশ্বাস

S M Ashraful Azom
আগামী ১০ দিনের মধ্যে সৌম্য সরকারের বাড়িতে বিদ্যুৎ দেয়ার আশ্বাস দিয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ।


রবিবার বিকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের তিঁনি আশ্বাস দেন।


ঢাকাস্থ সাতক্ষীরাবাসী রবিবার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও রবিউল ইসলামকে সংবর্ধনা দেয়। সৌম্যর বাড়িতে বিদ্যুৎ এটা জেনেই অনুষ্ঠানে যোগদেন রুহল হক।


বাংলাদেশ-ভারত তিন ম্যাচের সিরিজে সেরা হন মুস্তাফিজুর রহমান। এই সিরিজেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান সৌম্য সরকারের।


সংবর্ধনা অনুষ্ঠানে তিন খেলোয়াড় সবার কাছে দোয়া চেয়েছেন এবং দলের সঙ্গে থাকার আহ্বান জানান।


এতে ঢাকায় অবস্থানরত সাতক্ষীরার সাংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলোয়াড়দের ক্রেস্ট, জাতীয় পতাকা ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।


সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক অনুষ্ঠানে বলেন, ‘তোমাদের গৌরবে আমরা গৌরবান্বিত হয়েছি। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ক্রিকেটে অনেকে ভালো করছে। আশা করি তাঁদের তোমরা সাহায্য করবে।’ ‘সৌম্যদের বড়িতে বিদ্যুৎ নেই। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে, সেই ব্যবস্থা করে এসেছি।’ মুস্তাফিজদের গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তাও তিনি মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।
সংবর্ধনায় খেলোয়াড়দের মধ্যে প্রথমে বক্তব্য দিতে আসেন সদ্যসমাপ্ত ভারত-বাংলাদেশ সিরিজের তরুণতুর্কি মুস্তাফিজ। স্লোয়ার ও কাটারে ভারতবধের নায়ক বরাবরের মতো আজও স্বল্পভাষী। বললেন, ‘সংবর্ধনার জন্য সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন, দেশের জন্য যেন অনেক দিন খেলতে পারি।’
সৌম্য বললেন, ‘আমাদের সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ। সবার কাছে চাওয়া একটাই—দোয়া করবেন, সঙ্গে থাকবেন।’
এরপর পেসার রবিউল ইসলাম বললেন, ‘আজকে আমাদের যে সম্মানটা দেওয়া হলো তা সারা জীবন মনে থাকবে। আমাদের যেভাবে সম্মানিত করা হয়েছে, আশা করি আমাদের জেলার কৃতী ফুটবলার, হ্যান্ডবলসহ অন্য অঙ্গনের খেলোয়াড়দেরও সম্মানিত করা হবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top