‘বাবা নয়, আমি আমার পরিচয়ে চলতে চাই’

S M Ashraful Azom
শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। তবে এই পরিচয়টার সুযোগ তিনি বলিউডে নেননি। নিলে হয়তো আরও আগেই বলিউডে নিজের অবস্থানটা পাকা করে নিতে পারতেন শ্রদ্ধা। কারণ ‘আসিকি ২’ দিয়ে শ্রদ্ধাকে তার ভক্তরা চিনলেও এর আগে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে জনপ্রিয়তা বা পরিচালকদের নজরে আসেননি তিনি। ‘আসিকি ২’-এর পর থেকেই শ্রদ্ধা এখন প্রায় প্রতিদিনের শিরোনাম। আর সম্প্রতি তার সেই অবস্থানটা আরও শক্ত করে নিলেন এই বলিউড সুন্দরী।
 
আর সেই সাফল্য এনে দিলো সম্প্রতি মুক্তি পাওয়া শ্রদ্ধার ‘এবিসিডি-২’। ছবিতে অভিনয় ও নাচ দিয়ে দেখিয়েছেন প্রতিভা। তবে এ পর্যন্ত উঠে আসাটা অন্য আরও অনেকের মতো খুব একটা সহজ ছিল না তার পক্ষে।
 
 
শ্রদ্ধা বলেন, ‘আমি হয়তো আমার বাবার পরিচয় দিয়ে শুরুতে বলিউডে একটি অবস্থান করে নিতে পারতাম। কিন্তু আমার এত তাড়াহুড়ো ছিল না। এখনও নেই। আমি নিজের পথেই হাঁটতে চাই। বাবা নয়, আমি আমার পরিচয়ে চলতে চাই। তবে আমার এতদূর আসায় বাবার ভূমিকা সবার আগে। তিনি আমার সবচেয়ে বড় সমালোচক। শুরু থেকেই আমি চেষ্টা করেছি নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে টিকে থাকতে।’
 
সাফল্যের জন্য নিজের ব্যক্তিত্বের সাথে কখনও আপোস করেননি শ্রদ্ধা।  যশরাজের ব্যানারে ‘আওরঙ্গজেব’ ছবিতে সব ঠিক থাকলেও বিকিনি পরতে হবে দেখে সরাসরি ‘না’ করে দেন তিনি।
 
‘এবিসিডি-২’ ছবিতে অভিনয় করতে গিয়ে বেশ ধকল পোহাতে হয়েছে তাকে। তবে তার ফল তিনি পেয়েছেন ছবি মুক্তির পর। ছবিতে নাচের মুদ্রা রপ্ত করতে গিয়ে বার বার আঘাত পেয়েছিলেন শ্রদ্ধা। কিন্তু হাল ছাড়েননি তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top