ইনটেক্সের নতুন স্মার্টফোন

S M Ashraful Azom
ভারতীয় হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেক্স অ্যাকুয়া সিরিজের নতুন ফোন “অ্যাকুয়া এক্সট্রিম-২” চালু করেছে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৯০ রুপি। এটি একটি ডুয়াল সিমের স্মার্টফোন। এতে ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট দ্বারা চালিত।

“অ্যাকুয়া এক্সট্রিম-২” স্মার্টফোনে আরও রয়েছে, ২ জিবি র‌্যাম, এলইডি ফ্ল্যাশ সহ ১৩ এমপি রেয়ার ক্যামেরা, ৫ এমপি ফ্রন্টফেসিং ক্যামেরা, ২ হাজার এমএএইচ ব্যাটারী ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যবহারকারী মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এটি ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।

কানেক্টিভিটির দিক থেকে এ ফোন ৩জি, জিপিআরএস/ইডিজিই, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস সাপোর্ট করে। মোট চারটি রঙে এ ফোন পাওয়া যাবে। এগুলো হলো, সাদা, কালো, শ্যাম্পেন ও সিলভার। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top