স্টাইল
আইকন সোনম কাপুর। বলিউডে এই পরিচয়টি খুব দ্রুতই একটি ইমেজ তৈরি করেছে তার।
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সাথে ‘খুবসুরাত’ সিনেমায় অভিনয় করে
বলিউডে ঝড় তোলেন এই সুন্দরী। সোনম কাপুরের বিপরীতে ‘খুবসুরাত’ সিনেমায়
অভিনয় করার পরে আরও একটি সিনেমায় তাদের জুটি বাঁধার কথা থাকলেও শেষ পর্যন্ত
সিনেমাটি ছেড়ে দিলেন ফাওয়াদ খান।
অনুজা চৌহান নির্মিত ‘ব্যাটল ফর বিট্টোরা’ ছবিতে আবারও অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও সোনমের। আর চরিত্রের প্রয়োজনে নাকি ফাওয়াদকে সোনমের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো। কিন্তু তা শুনে অস্বস্তিতে পড়ে ফাওয়াদ সিনেমাটিই ছেড়ে দিলেন। এ প্রসঙ্গে সোনম কাপুর বলেন, ‘ফাওয়াদের ব্যক্তিগত মত থাকতেই পারে। এখানে ছবি ছাড়ার জন্য যদি তাকে দোষ দেয়া হয় তবে ভুল হবে। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি আমার জায়গা থেকে ছবিটি করছি।’ আর তাই ‘ব্যাটল ফর বিট্টোরা’ সিনেমার প্রযোজক সোনমের বোন রিয়া কাপুর এখন ফাওয়াদের পরিবর্তে ফারহান আখতারকে সিনেমাটিতে নিয়েছেন।
অনুজা চৌহান নির্মিত ‘ব্যাটল ফর বিট্টোরা’ ছবিতে আবারও অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও সোনমের। আর চরিত্রের প্রয়োজনে নাকি ফাওয়াদকে সোনমের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো। কিন্তু তা শুনে অস্বস্তিতে পড়ে ফাওয়াদ সিনেমাটিই ছেড়ে দিলেন। এ প্রসঙ্গে সোনম কাপুর বলেন, ‘ফাওয়াদের ব্যক্তিগত মত থাকতেই পারে। এখানে ছবি ছাড়ার জন্য যদি তাকে দোষ দেয়া হয় তবে ভুল হবে। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি আমার জায়গা থেকে ছবিটি করছি।’ আর তাই ‘ব্যাটল ফর বিট্টোরা’ সিনেমার প্রযোজক সোনমের বোন রিয়া কাপুর এখন ফাওয়াদের পরিবর্তে ফারহান আখতারকে সিনেমাটিতে নিয়েছেন।