মাঠে নাচলেন মাহি

S M Ashraful Azom
সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জয়ের জন্য ডি/এল পদ্ধতিতে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান। ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

তার সুবাদে সিরিজের দ্বিতীয় ম্যাচেটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলেই মাঠে নাচবেন বলে ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সে কথা রাখলেনও তিনি। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের পর দর্শকদের নাচ উপহার দিয়েছেন তিনি।

এ ম্যাচ জয়ের ফলে ইতিহাস রচিত হলো বাংলাদেশের বুকে। প্রথমবারের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ।

ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন শেখর ধাওয়ান। ৬০ বলে ৭টি চারের সাহায্যে ৫৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে অধিনায়ক ধোনির ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে ৪৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েন গত ম্যাচে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন সাতক্ষীরার এই সন্তান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top