ক্রিকেট ভক্তরা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ সারা ভারত

S M Ashraful Azom
ভারতের ক্রিকেট ভক্তরা ক্ষুব্ধ। বিক্ষুব্ধ সারা ভারত। ধনী-কোহলীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন সে দেশের ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট প্রেমিরা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের কাছে টিম ইন্ডিয়ার শোচনীয় পরাজয়। যেখানে ভারতের অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশ দলের সঙ্গে খেলতেই আসতে চাননি। আর এখন তারাই কি না ওয়ানডে ক্রিকেটে নাকানি চুবানি খেয়ে হারছেন। দুই ম্যাচের একটিতেও দাঁড়াতেই পারছেন না ক্রিজে। ওয়ানডে ম্যাচে ২’শ রান পুরো করতে যেয়ে ৫০ ওভার পুরোটাই খেলার ভাগ্য হয়নি ভারতের। 

তাই ভারতে ক্রিকেট বিক্ষুব্ধ হয়ে ওঠা ভক্তদের জন্যে স্বাভাবিক ব্যাপার। উল্টো ধনীর নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে পুলিশকে। ভারতের সাথে এটাই প্রথম সিরিজ জয় বাংলাদেশের। টাইগারদের কাছে সিরিজ হারের পর ধোনি, কোহলিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ওয়ানডেতে হারার পর ভারতের বিভিন্ন প্রদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। তারা ধোনির নেতৃত্বের সাথে সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন। দেশে ফেরার পর ক্রিকেটাররা হামলার শিকার হতে পারেন এ আশঙ্কাও করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোববার রাতে ভারতের বিভিন্ন মিডিয়ার অনলাইনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন, ভারত আত্মতুষ্টির মাশুল দিয়েছে। ভারত দল প্রথমে মনে করছিল তারা বাংলাদেশে আসবে খেলবে জিতে চলে যাবে। দুটো ম্যাচে বাংলাদেশ যে আধিপত্য নিয়ে খেলেছে, এটা সত্যিই খুব প্রশংসনীয়।

তিনি বলেন, বাংলাদেশে আসার আগে ভারত দল এমন সব মনোভাব দেখাচ্ছিল এমনকি কোচ রবি শাস্ত্রী সহ সবার কথার মধ্যেই একধরনের অহংকার দেখাচ্ছিল, এমন সব কথা বলছিল যেটা আসলে ঠিক নয় ।

বিশেষ করে প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারতীয় দলের সমালোচনায় মেতেছে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা করেছে ভারতীয় সমর্থকেরা।

এদিকে, ২৪ জুন শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড জরুরি সভায় বসতে পারে। সেখানে ধোনিদের ব্যর্থতার জন্য তদন্ত কমিটি গড়ার সুপারিশ আসতে পারে। তবে এ মুহূর্তে তাদের বোর্ড তদন্তের কথা ভাবছে না। সিরিজ হারে ভারতজুড়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাতে ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ক্রিকেটারদের নিরাপত্তা চেয়ে চিঠি দিতে পারে বলে জানা গেছে।

অপরদিকে, ওয়ানডেতে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের কাছে সিরিজ হারের বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।এদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারানোর পর ভারতীয় মিডিয়ায় চলছে বাংলাদেশ-বন্দনা। ভারত সাধারণত হারলে দেশটির মিডিয়ায় খেলোয়াড়দের তুমুল সমালোচনা করা হয়। কিন্তু এবার হয়েছে উল্টো। বাংলাদেশের সামনে ‘নিরুপায়’ ভারতের সমালোচনা করার চেয়ে মুস্তাফিজদের প্রশংসাই বেশি করা হচ্ছে। 

ভারতীয় পত্রিকাগুলোর আলোচনার মূল কেন্দ্র দখল করেছেন ‘ভয়ঙ্কর’ মুস্তাফিজ। দেশটির প্রভাবশালী বাংলা পত্রিকা আনন্দবাজার তাকে ‘সায়ানাইড’ হিসেবে আখ্যায়িত করেছে। মুস্তাফিজ প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। এনডিটিভি সিরিজ জয়কে বলছে ‘ক্লিনিকাল পারফর্মেন্স’! ইংরেজি ভাষার পত্রিকাটির সংবাদের বিশাল যায়গা জুড়ে আছে মুস্তাফিজ-কাহিনী।

ঐতিহাসিক সিরিজ জয়ের পর সুনীল গাভাস্কার এনডিটিভির এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশ্বক্রিকেটের বাচ্চা এখন বেড়ে উঠছে।’ বাংলাদেশের এমন উত্থানের জন্য তিনি সমর্থকদেরই কৃতিত্ব দিয়েছেন, ‘বিশ্বক্রিকেটের পরাশক্তি হয়ে ওঠার পেছনে দেশটির সমর্থকদের অনেক অবদান রয়েছে। হার না মানা সমর্থনই মাশরাফিদের এমন আগ্রাসী করে তুলেছে।’

দেশটির আরেকটি ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘সিরিজের দুই ম্যাচেই পরাজিতের নাম ভারত...বাংলাদেশের আরেকটি জয়ের কারিগর ১৯ বছরের মুস্তাফিজ।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top