সপ্তাহের শেষ দিনে সূচকের নিম্নমুখী ধারা

S M Ashraful Azom
দেশের দুই শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী ধারা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন।

আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বুধবারের চেয়ে ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৯ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে বৃহস্পতিবার ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭ টির দাম বেড়েছে, কমেছে ১২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন  ডিএসইতে ৪০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন বুধবারের চেয়ে ৪১ কোটি টাকা কম।

সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফাণ্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬টির দাম বেড়েছে; কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, ইফাদ অটোস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্স, সাইফ পাওয়ারটেক, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top