ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আবদুর রাজ্জাক মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে ছাড়া না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, তাকে উদ্ধারে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়।
শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন ডা. শফিকুর।
শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন ডা. শফিকুর।
বিবৃতিতে বলা হয়, “তিন দিন অতিবাহিত হওয়ার পরও আবদুর রাজ্জাককে ছেড়ে না দিয়ে উল্টো হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছে। বিজিবির সদস্যের প্রতি এ আচরণ চরম ধৃষ্টতামূলক, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মানবতাবিরোধী কাজ। এর মাধ্যমে শুধু বিজিবিকেই নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে অপমান করা হয়েছে।”
বিজিবি সদস্য অপহৃত হওয়ার ঘটনা এবং তাকে উদ্ধারে বাংলাদেশ সরকারের তৎপরতা সন্তোষজনক নয় মন্তব্য করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “সরকার বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে দ্রুত উদ্ধারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।” তিনি বলেন, “আমরা সরকারের এ ভূমিকার নিন্দা জানাই।” তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জামায়াত নেতা।