চেক প্রতারণার একটি মামলায় নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলন নেতা ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
আজ বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ এই মামলার রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০১০ সালের জুলাই মাসে রফিউর রাব্বির বিরুদ্ধে ৭৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে মামলাটি করেন জালাল উদ্দিন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রউফ জানান, আদালত যে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে, তার মধ্যে এক কোটি ৪০ লাখ টাকা মামলার বাদীকে, বাকি টাকা সরকারি কোষাকারে জমা দিতে বলা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।