কারাগারে ৫০ হাজার বিরোধী নেতাকর্মী: খালেদা জিয়া

S M Ashraful Azom
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ৫০ হাজারের মতো বিরোধী নেতা-কর্মী ও সমর্থক এখন দেশের কারাগারে রয়েছেন। এছাড়াও মিথ্যা ও হয়রানিমূলক মামলা মাথায় নিয়ে হাজার হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন।
 
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেয়া বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অসংখ্য বিরোধী নেতাকর্মী খুন, গুম ও অপহরণের শিকার হয়েছেন।
 
তিনি আরো বলেন, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। ভঙ্গুর গণতন্ত্রের দেশে ক্ষমতাসীনেরা টিকে থাকতে বিরোধী শক্তিকে নির্যাতনের মাধ্যমে দমন করার পথ বেছে নেয়। সেসমস্ত দেশে জনগণের ভোটাধিকারও কেড়ে নেয়া হয়।বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top