নাশকতার
তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন
বহাল থাকবে কিনা সে বিষয়ে ২৮ জুন আদেশ দেয়া হবে। বৃহস্পতিবার প্রধান
বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করে।
এর
আগে গত ১৮ জুন নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না
হওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে জামিন দেয় উচ্চ আদালত। এই আদেশের বিরুদ্ধে তার
জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ শুনানি শেষে এই দিন ধার্য
করা হয়।
আদালতে ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
ছয় মাস ধরে বন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন।
নাশকতার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।