নীলফামারীতে পিকআপ ভ্যান উল্টে নিহত ২

S M Ashraful Azom
নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির দুই কর্মচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পল্লীবিদ্যুৎ সমিতির গাড়ি চালক মুকুল হোসেন ও মিটার রিডার জাহিদ হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্লীবিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট অফিসার এনামুল হক তরফতার বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক কাজ শেষে সৈয়দপুর থেকে নীলফামারী অফিস ফেরার পথে সমিতির পিকআপ ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয় তারা নিহত হন। নীলফামারী সদর থানার উপপরিদর্শক(এসআই) প্রদীপ ব্যানার্জি বাংলানিউজকে জানান, দু’জন নিহত ছাড়াও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top