রাজ্জাককে আনতে টিম যাচ্ছে মিয়ানমারে : বিজিবি মহাপরিচালক

G M Fatiul Hafiz Babu
য়ানমার সীমান্ত রক্ষী পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাকে শিগগিরই ফিরিয়ে আনতে দু`একদিনের মধ্যে ছয় সদস্যের একটি টিম মিয়ানমারে যাবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

নায়েক রাজ্জাকে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘আমার ছবিতে যতটুকু দেখেছি। তাতে তার নাকে-মুখে আঘাতের চিহ্ন আছে। তবে তাকে না পাওয়া পর্যন্ত, তার মুখ থেকে না শোনা পর্যন্ত বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গতগত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বিজিবি সদস্যকে দ্রুত ফেরত দিতে বলে। এরপর বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের উদ্যোগের কথা বলা হলেও মিয়ানমারের বিজিপি রাজি হয়নি।

এদিকেরাজ্জাকের স্ত্রী আসমা বেগম গত রবিবার সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন। বিষয়টি সংবাদের শিরোনাম হলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মিয়ানমারের সমালোচনা করেন অনেকে।

য়ানমার সীমান্ত রক্ষী পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাকে শিগগিরই ফিরিয়ে আনতে দু`একদিনের মধ্যে ছয় সদস্যের একটি টিম মিয়ানমারে যাবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নায়েক রাজ্জাকে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘আমার ছবিতে যতটুকু দেখেছি। তাতে তার নাকে-মুখে আঘাতের চিহ্ন আছে। তবে তাকে না পাওয়া পর্যন্ত, তার মুখ থেকে না শোনা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত,  গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বিজিবি সদস্যকে দ্রুত ফেরত দিতে বলে। এরপর বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের উদ্যোগের কথা বলা হলেও মিয়ানমারের বিজিপি রাজি হয়নি।

এদিকে,  রাজ্জাকের স্ত্রী আসমা বেগম গত রবিবার সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন। বিষয়টি সংবাদের শিরোনাম হলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মিয়ানমারের সমালোচনা করেন অনেকে। - See more at: http://www.jagonews24.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AE%20%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%20:%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%20%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95/36125#sthash.GTZ0D78b.dpuf

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top