বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা,
জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছে।
২৩ জুন মঙ্গলবার বিকাল সাড়ে পাচঁটার দিকে বাট্টাজোড় নতুন বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পুরান বাট্টাজোর গ্রামে মুক্তিযোদ্ধা আনসার আলীর সাথে একই গ্রামের বকুল মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার বিকালে গ্রাম থেকে দেড় কিলোমিটার অদূরে নতুন বাজারে লাঠি সোটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাজারের ৩টি মনিহারি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষে মুক্তিযোদ্ধা আনসার আলী (৫০), শামীম (৩৫), বক্কর আলী (৪০), শাহীন (৩০), সুজন (২৫), নূর জামাল (৩৫), নাধু মিয়া (৪০), সাইফুল ইসলাম সহ উভয় পক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে চার জনের অবস'া গুরুত্বর। গুরত্বর আহত আনসার আলী কে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছে।
২৩ জুন মঙ্গলবার বিকাল সাড়ে পাচঁটার দিকে বাট্টাজোড় নতুন বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পুরান বাট্টাজোর গ্রামে মুক্তিযোদ্ধা আনসার আলীর সাথে একই গ্রামের বকুল মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার বিকালে গ্রাম থেকে দেড় কিলোমিটার অদূরে নতুন বাজারে লাঠি সোটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাজারের ৩টি মনিহারি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষে মুক্তিযোদ্ধা আনসার আলী (৫০), শামীম (৩৫), বক্কর আলী (৪০), শাহীন (৩০), সুজন (২৫), নূর জামাল (৩৫), নাধু মিয়া (৪০), সাইফুল ইসলাম সহ উভয় পক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে চার জনের অবস'া গুরুত্বর। গুরত্বর আহত আনসার আলী কে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।