রচনার ফ্ল্যাটে চুরি

S M Ashraful Azom
কলকাতার অভিনেত্রী  রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গয়নাসহ নগদ অর্থ মিলিয়ে মোট ১০ লক্ষ রুপি খোয়া গেছে বলে জানা গেছে।
 
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা  হচ্ছে সেখানকার সিসিটিভি ফুটেজও।
 
কলকাতার লেক থানা এলাকার পণ্ডিতিয়া রোডের একটি ফ্ল্যাটে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার দাবি, শনিবার সন্ধ্যায় ছেলেকে প্রাইভেট টিউটরের কাছে নিয়ে যান তিনি। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরে দেখেন, ফ্ল্যাটে ঢোকার দরজার তালা খোলা। বেডরুমে ঢুকে দেখেন, ড্রয়ার খোলা। ভেতরে রাখা প্রায় ৮ লক্ষ টাকার গয়না ও নগদ ২ লক্ষ টাকা উধাও।
 
চুরির পর থেকে রহস্যজনকভাবে বেপাত্তা বাড়ির পরিচারিকা। রচনার পরিবারের দাবি, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত পৌনে নটা নাগাদ একটি চটের ব্যাগ নিয়ে সেখান থেকে বেড়িয়ে যান তিনি। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। সূত্র: এবিপি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top