যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি জরিপে তথ্য

S M Ashraful Azom
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি ক্লিনটন। নতুন এক জরিপে এতথ্য উঠে এসেছে। তিনি তার দল ডেমোক্র্যাটি পার্টি থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে বড় ধরনের সমর্থন পাচ্ছেন। দলটির তিন চতুর্থাংশ ভোটার হিলারিকেই সমর্থন দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
ওয়াল স্ট্রিট এবং এনবিসি টেলিভিশন পরিচালিত জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ ডেমোক্র্যাট সদস্য হিলারিকেই সমর্থন দিয়েছেন। বাকি মাত্র ৮ শতাংশ তার বিপক্ষে ভোট দিয়েছেন। কেবল নিজ দলের ভোটারদের মধ্যেই নয়, তিনি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এখন পর্যন্ত জনপ্রিয়তার দিক দিয়ে তিনিই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। জরিপে ১ হাজার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয় যাদের মধ্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের সমর্থক ছিলেন। দেখা গেছে, তার মূল প্রতিদ্বন্দ্বী জেব বুশের চেয়ে তিনি ৮ শতাংশ সমর্থন বেশি পেয়েছেন। হিলারি পেয়েছেন ৪০ শতাংশ সমর্থন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top