বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
(বাকৃবি) ছাত্রলীগ
সভাপতির মোটরসাইকেল
ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সোমবার
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ও
প্রধান প্রধান
সড়ক অবরোধ
করেছে সংগঠনটির
নেতাকর্মীরা। এ সময় কয়েকটি অটোরিকশা
ভাঙচুরের ঘটনা
ঘটে।
জানা গেছে, গত রবিবার রাত ২টার দিকে কৃষি অনুষদের ছাত্র এবং বাকৃবি ছাত্রলীগ নেতা রিপন শেখ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর মোটরসাইকেল নিয়ে নাস্তা করতে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মইনউদ্দিন সোহাগ ও ইব্রাহিমসহ কয়েকজন মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ তুলে সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে গাছের গুড়ি ও ইট ফেলে অবরোধ করে এবং লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়।
এ সময় তারা একটি মাইক্রোবাস এবং ২/৩টি অটোরিকশা ভাঙচুর করে। একই সময়ে তারা প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তাদেরকে প্রবেশে বাধা দেয়। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

জানা গেছে, গত রবিবার রাত ২টার দিকে কৃষি অনুষদের ছাত্র এবং বাকৃবি ছাত্রলীগ নেতা রিপন শেখ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর মোটরসাইকেল নিয়ে নাস্তা করতে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মইনউদ্দিন সোহাগ ও ইব্রাহিমসহ কয়েকজন মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ তুলে সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে গাছের গুড়ি ও ইট ফেলে অবরোধ করে এবং লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়।
এ সময় তারা একটি মাইক্রোবাস এবং ২/৩টি অটোরিকশা ভাঙচুর করে। একই সময়ে তারা প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তাদেরকে প্রবেশে বাধা দেয়। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

তবে বেলা সাড়ে
১১টার দিকে
প্রশাসনিক ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের ৩০৬ তম সিন্ডিকেট মিটিং
শুরু হলে
ছাত্রলীগ কর্মীরা
পুনরায় প্রশাসনিক
ভবনে তালা
ঝুলিয়ে অবরোধ
করে রাখে।
এ সময়
অবরুদ্ধ অবস্থায়
ভিসি অধ্যাপক
ড. মো.
আলী আকবরের
সভাপতিত্বে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হয়।
পরে বিকাল
৩টার দিকে
প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া
হয়।
মইনউদ্দিন সোহাগ ও ইব্রাহিমকে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারী বলে অভিযোগ করে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গাড়িটি রেখে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। প্রশাসনকে অস্ত্র ও ছিনতাই আইনে মামলা করার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, সোহাগ ও ইব্রাহিম জেলা ছাত্রলীগের কেউ না।
মামলার বিষয়ে বিশ্ববিদ্যালেয়র প্রক্টর ড. এ কে এম জাকির হোসেন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। প্রক্টরের আশ্বাসের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা শান্ত হতে শুরু করে।
মইনউদ্দিন সোহাগ ও ইব্রাহিমকে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারী বলে অভিযোগ করে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গাড়িটি রেখে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। প্রশাসনকে অস্ত্র ও ছিনতাই আইনে মামলা করার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, সোহাগ ও ইব্রাহিম জেলা ছাত্রলীগের কেউ না।
মামলার বিষয়ে বিশ্ববিদ্যালেয়র প্রক্টর ড. এ কে এম জাকির হোসেন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। প্রক্টরের আশ্বাসের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা শান্ত হতে শুরু করে।