জেলার ভূরুঙ্গামারী উপজেলা
পাট অধিদপ্তরের
আয়োজনে কৃষক
মাঠ দিবস
পালিত হয়েছে।
রবিবার দুপুরে
উপজেলার পাইকের
ছড়া ইউনিয়নে
বিসমিল্লাহ্ বাজারে স্থানীয় পাট চাষীদের
নিয়ে এ
মাঠ দিবস
পালিত হয়
।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপ- সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন তালুকদার ও পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন প্রমুখ ।
মাঠ দিবসে পাট চাষের গুরুত্ব, উন্নত পাটের আঁশ উৎপাদনের কৌশল, রোপন পদ্ধতি, চাষকালীন যত্ন, রিবোন রেটিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উন্নতমানের পাটের আঁশ উৎপাদনের পরামর্শ এবং মাঠ পর্যায়ে রিবোন রেটিং পদ্ধতি পরিদর্শন করানো হয়।