বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)
মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আগামীকাল বৃহস্পতিবার
মিয়ানমারের মংডু শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে শঙ্কা দেখা
দিয়েছে। বিজিবি
কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান বলেন, ‘পতাকা বৈঠক
হওয়ার কথা ছিল। তা এখনও নিশ্চিত নয়।
এদিকে
নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া রাজ্জাক এক সপ্তাহ পার করে দিয়েছে মিয়ানমার
সীমান্ত বর্ডার গার্ড পুলিশ (বিজিবির) হেফাজতে। রাজ্জাক কখন দেশে ফিরবে তা
দেখার বিষয়?
বিজিবি
সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নায়েক রাজ্জাকের ফেরতের বিষয়ে
মিয়ানমারের বিজিপির পাঠানো চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশ বিজিবি। জবাবে
বুধবার সকালে বিজিবি ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নামসহ চিঠি পাঠায়
মিয়ানমারের কাছে। বিজিবির এক সদস্যকে গুলি করে আহত ও নায়েক আবদুর রাজ্জাককে
অপহরণ করে নেওয়ার পাশাপাশি তাকে ফেরতের বিষয় এ পতাকা বৈঠকে আলোচনা হওয়ার
কথা ছিল।
বৈঠকে
অংশ নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ছয় সদস্যের বাংলাদেশ
প্রতিনিধিদল টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে মিয়ানমারের মংডু শহরের উদ্দেশ্যে
রওনা হওয়ার কথা রয়েছে। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ৪২ বিজিবির অধিনায়ক
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। তার অপর সফর সঙ্গী হিসেবে একজন চিকিৎসক
থাকার কথা রয়েছে। আর, বৈঠকে মিয়ানমারে পক্ষে নের্তৃত্ব দেবেন বর্ডার গার্ড
পুলিশ (বিজিপির) ২ নম্বর ব্যাটালিয়ানের অধিনায়ক লে. থিন কো কো।
তবে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।