জাল নোট রোধে সক্রিয় কেন্দ্রীয় ব্যাংক

S M Ashraful Azom
চলমান রমজান ও আসন্ন ঈদে জাল নোট প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে বিভিন্ন শপিংমলে জাল নোট শনাক্তকরণে ২০০টি মেশিন বসানো হবে। বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এবার দেশের বিভিন্ন স্থানে বিলি করা হবে ব্যাংক নোটের আসল বৈশিষ্ট্যসংবলিত এক লাখ হ্যান্ডবিল। দেশের গুরুত্বপূর্ণ শপিংমলে জাল নোট শনাক্তকরণে এফবিসিসিআইকে ২০০ মেশিন সরবরাহ করা হবে।
 
এ ছাড়া, ঈদ পর্যন্ত নিয়মিত পত্রপত্রিকা ও টেলিভিশনে জাল নোট বিষয়ে প্রচার চালানো হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top