বন্ড সিরিজের গায়িকা

S M Ashraful Azom
পৃথিবীজুড়ে যেসব সংগীতশিল্পীরা খুব কম বয়সেই অনেক কিছু অর্জন করেছে তাদের তালিকায় ‘অ্যাডেল’ নামটি অনায়াসেই লেখা যায়। ২৭ বছর বয়সী বিশ্ববিখ্যাত এই সংগীতশিল্পীর ঝুলিতে আছে ৬টি গ্র্যামি পুরস্কারসহ ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড’-এর ৫টি বিশ্ব রেকর্ড, বিবিসির ‘সেরা সংগীত ২০০৮’সহ  অনেক পুরস্কার। তার কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম।
 
অ্যাডেল লরি ব্লু অ্যাডকিন্স ৫ মে ১৯৮৮ সালে ইংল্যান্ডের টোটেনহামে জন্মগ্রহণ করেন। শুধু ‘অ্যাডেল’ হিসেবেই অধিক জনপ্রিয় একজন ইংরেজ গায়ক, গীতিকার, সংগীতজ্ঞ, সংগীত রচয়িতা এবং সংগীতযন্ত্র বিশারদ। অ্যাডেল ২০০৬ সালে এক্সেল রেকর্ডিং থেকে চুক্তি প্রস্তাব লাভ করে যখন তার একজন বন্ধু মাইস্পেস নামক সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ডেমো প্রকাশ করে। এভাবেই যাত্রা শুরু হয় অ্যাডেলের।
 
তার প্রথম সংগীত অ্যালবাম ‘১৯’ ২০০৮-এ প্রকাশিত হয়, যা ব্যাপক ব্যবসা সাফল্য এবং আলোচনা লাভ করে। এই অ্যালবাম বেশ কিছু পুরস্কার অর্জন করতে সক্ষম হয়। ২০০৯ সালের গ্র্যামি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে অ্যাডেল নবাগত শিল্পী এবং সেরা নারী পপ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে অ্যাডেল তার দ্বিতীয় অ্যালবাম ‘২১’ প্রকাশ করেন, যা ব্যাপক সমালোচনার সাথে গৃহীত হয় এবং বছরের সেরা অ্যালবাম পুরস্কারসহ তাকে মোট ছয়টি গ্র্যামি পুরস্কার এনে দেয়। এই অ্যালবামটির জন্য অ্যাডেল ২০১২ ব্রিট অ্যাওয়ার্ড এবং তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসহ আরও অসংখ্য পুরস্কার অর্জন করে। এই অ্যালবামটিকে যুক্তরাজ্যে ১৬বার প্লাটিনাম খেতাব দেওয়া হয়। ইন্টারন্যশনাল ফেডারেশন অব ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রির বর্ণনা অনুযায়ী এই অ্যালবাম বিশ্বে ২৬ মিলিয়ন কপি বিক্রি হয়।
 
‘২১’-এর ব্যাপক সাফল্যের অনেকগুলো রেকর্ড গিনেজে উল্লিখিত হয়। অ্যাডেলই সর্বপ্রথম যুক্তরাজ্যে এক বছরে ৩ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি করতে সক্ষম হন।  এছাড়াও অ্যাডেলই প্রথম শিল্পী যার ৩টি গান একই সময়ে বিলবোর্ডের সেরা ১০০ গানের তালিকার প্রথম ১০টি স্থান করে নেয় এবং প্রথম নারী সংগীতশিল্পী, যার দুটি অ্যালবাম বিলবোর্ডের সেরা ৫টি অ্যালবামের মধ্যে স্থান করে নেয়। ‘২১’  যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ধরে তালিকার শীর্ষে থাকা নারী কণ্ঠের শিল্পীর অ্যালবাম। ২০১২ সালে বিলবোর্ড  ম্যাগাজিন অ্যাডেলকে বছরের সেরা শিল্পী হিসেবে ঘোষণা করে। ওই বছরই টাইম পত্রিকা তাকে বিশ্বের সেরা অনুপ্রেরণা দানকারীদের অন্যতম হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালে অ্যাডেল জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর থিমসং স্কাইফলের জন্য ৮৫তম একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব সেরা মৌলিক গানের পুরস্কারের সাথে একেবারে আস্ত একটা অস্কার তুলে নিয়ে আসেন এই শিল্পী। সম্প্রতি জানা গেছে জেমস বন্ড সিরিজের আসন্ন মুভি ‘স্পেকচার’-এর থিম সংয়ের একটি রেকর্ডিং করেছেন অ্যাডেল। এ পর্যন্ত অ্যাডেলের ‘১৯’ ও ‘২১’ নামে মাত্র দুটি অ্যালবাম বের হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top