কোবানেতে ২৪ ঘণ্টায় ১২০ কুর্দিকে হত্যা করেছে আইএস

S M Ashraful Azom
ইসলামি স্টেট জঙ্গিরা সিরিয়ার কুর্দি শহর কোবানেতে প্রবেশ করার ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১২০ জন বেসামরিক কুর্দি নাগরিককে হত্যা করেছে বলে শুক্রবার জানিয়েছে মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
লন্ডন ভিত্তিক সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, হাসপাতাল ও কোবানের স্থানীয় সূত্রগুলো ১২০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানিয়েছে। তিনি এটাকে সিরিয়ায় মারাত্মক হত্যাযজ্ঞগুলোর অন্যতম ঘটনা হিসেবে অভিহিত করেন।
 
সংস্থা জানায়, এছাড়া আইএস গোষ্ঠী বৃহস্পতিবার তুর্কি সীমান্তবর্তী কোবানের একটি গ্রামে অপর ২৬ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
 
আবদেল রহমান বলেন, ‘ জিহাদিরা শহরে প্রবেশ করে শহরের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এলাকার ভবনগুলোতে অবস্থান নেয় এবং নির্বিচারে গুলি চালায়।
 
তিনি বলেন, ‘জিহাদিরা জানতো যে, কুর্দি বাহিনীর প্রতিরোধের মুখে তারা শহরটিতে অবস্থান এবং নিয়ন্ত্রণ করতে পারবে না। তারা শুধু কুর্দিদের হত্যা এবং তাদের মনোবল দুর্বল করতে আঘাত হানার জন্যই এসেছিল। সূত্র: এএফপি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top