সেন্টমার্টিনে ঝড়ে গাছ চাপায় মা-শিশু নিহত

S M Ashraful Azom
জেলার টেকনাফ উপজেলার সের্ন্টমাটিন দ্বীপে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। টিনের তৈরি বাড়ি-ঘর ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাট বাজারের অস্থায়ী দোকানঘর ও শিক্ষা প্রতিষ্ঠান।
 
নিহতরা হলো, সের্ন্টমাটিন কোনারপাড়া নুর মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (২৫) ও ছেলে শিশু মো. জিশান (৪)।
 
টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top