সনির এক্সপেরিয়া জেড-৩ প্লাস স্মার্টফোন চালু

S M Ashraful Azom
বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান সনি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্সপেরিয়া জেড-৩ প্লাস ভারতের বাজারে চালু করেছে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৯৯০ রুপি। এ ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ (ললিপপ) ব্যবহার করা হয়েছে।

সনির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে, ৫.২ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, ৩ জিবি র‌্যাম ও ২০.৭ এমপি রেয়ার ক্যামেরা। কানেক্টিভিটির দিক থেকে এ ফোনে রয়েছে,  ২জি, ৩জি, ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, এনএফসি ও মাইক্রোইউএসবি ২.০ ব্যবহারের সুযোগ।  

সেলফি তোলার জন্যে এ ফোনে রয়েছে, ২৫ এমএম ওয়াইড-অ্যাঙ্গল ৫.১ এমপি ফ্রন্ট ক্যামেরা। এক্সপেরিয়া-৩ ফোনে ছিলো ২.২ এমপি রেয়ার ক্যামেরা। সেদিক থেকে এই ফোনে উন্নতমানের ক্যমারো ব্যবহার করা হয়েছে। এটি কালো, সাদা, তামা ও জল সবুজ রঙে বাজারে পাওয়া যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top