ভারতের
হরিয়ানার ছোট্ট গ্রাম বিবিপুর। রাজ্যের আর পাঁচটা জনপদের মতো এতদিন সেখানেও
দাগ কেটেছিল গভীর অনিশ্চয়তা। অর্থনীতিতে সুখ-সমৃদ্ধি যতই আসুক, সমাজের
গভীরে লেখা থাকতো বিষাদ কাহিনী। কেননা, জন্ম নেয়ার আগেই সেখানে লেখা হয়ে
যেতো একটি মেয়ের মৃত্যুর কথা।
কন্যা
ভ্রূণ হত্যায় হরিয়ানা পাল্লা দিতো ভারতের সব রাজ্যকে। কিন্তু সেই গ্রামেই
এখন সূচনা হয়েছে নতুন সামাজিক আন্দোলনের। সেলফি উইথ ডটার!
নিজের
মেয়ের সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করেছিলেন সেখানকার এক বাবা। তার
পরেই সোশ্যাল সাইটে গোটা বিষয়টি একেবারে হিট! রবিবার রেডিওতে ‘মন কি বাত’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেনে আনেন সেই প্রসঙ্গ। হরিয়ানার
জমিতে জন্ম নেয়া এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে আহ্বান জানান মোদী।
মোদী
বলেন, হরিয়ানার মতো রাজ্য, যেখানে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা আকছার ঘটত,
সেখানেই এখন কন্যা সন্তানের প্রতি নজর দেয়ার সামাজিক আন্দোলন শুরু হয়েছে।
শুধু বাবারাই নয়, মায়েরাও এতে সামিল হচ্ছেন বলে জানান মোদী। শুধু ভারতে নয়,
‘সেলফি উইথ ডটার’ গোটা বিশ্বেই জনপ্রিয় হয়েছে বলে মনে করছে প্রধানমন্ত্রীর
দফতর।
হরিয়ানার
সেলফি আন্দোলনের মতো সারা ভারতেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচিকে
সামাজিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে চান মোদী। পাশাপাশি দেশের মহিলাদের
সামাজিক সুরক্ষার দিকেও বিশেষভাবে নজর দিতে চান প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’
অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে মোদীর মন্তব্য, ‘যে মহিলারা বাড়ির কাজে
সহযোগিতা করেন, কিংবা অন্য ক্ষেত্রে কাজ করেন, রাখিবন্ধনের আগেই তাদের কাছে
সামাজিক সুরক্ষা কর্মসূচি পৌঁছে দিতে হবে।’ সূত্র— আনন্দবাজার পত্রিকা