বলিউড সুন্দরী দীপিকা পাডুকোনের হাসির প্রেমে পড়েছেন অনেকেই। কাছের মানুষ ও
ভক্তদের কাছ থেকে তাই প্রশংসা পেয়েছেন অনেক। তবে এবার শুধু প্রশংসা নয়,
বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ব্রিটেনের জনপ্রিয় কমেডি অভিনেতা রাসেল
ব্র্যান্ড জানালেন, দীপিকাকে বিয়ে করতে চান তিনি। সম্প্রতি ভারতীয়
গণমাধ্যমকে এ কথা জানান রাসেল।
একটি কমেডি উত্সবে যোগ দিতে ভারতে এসেছেন এই ব্রিটিশ কমেডিয়ান। এসেই
জানালেন ভারতের এক সুন্দরীর প্রেমে পড়েছেন তিনি, সেই সুন্দরী হলেন দীপিকা
পাডুকোন।
রাসেল বলেন, ‘দীপিকার অভিনয় আমি দেখেছি। তার হাসি আমার খুব ভালো লাগে। আমি যদি ভারতীয় হতাম তবে দীপিকাকে বিয়েই করে ফেলতাম।’
দীপিকা অবশ্য বিষয়টি বেশ উপভোগ করেছেন। দীপিকা বলেন, ‘ভালো লাগছে, এমন
একজন তারকার কাছ থেকে প্রশংশা অবশ্যই ভালো লাগার মতো। তবে তিনি ভারতীয় হলে
বিয়ে করতাম কি-না জানি না।’