তিন ভাষায় মাহির ‘অগ্নি ২’

S M Ashraful Azom
চলচ্চিত্রে নায়কদের আধিপত্য নতুন কিছু নয়। সারাবিশ্বেই সমীকরণটা এমন। আমাদের দেশের ছবিগুলোও নায়ক নির্ভর। শাবনুর, পূর্ণিমা ও মৌসুমীর পর এমন কোনো নায়িকা ঢালিউডে আসেনি যার নাম দেখে দর্শক সিনেমা হলে যাবেন। সেই আলোচনাটা নতুন করে আবারও ফিরে এসেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির রূপালি পর্দায় অভিষেকের মাধ্যমে।
 
‘অগ্নি’ ছবিটিতে অভিনয় করে সেই স্থানটি আরও শক্ত করে নেয় মাহি। অ্যাকশন নির্ভর এই ছবিটি দর্শক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসার দিক থেকেও ইতিবাচক। সেই সাফল্যের পর নির্মিত হয় ‘অগ্নি ২’। ছবিটি মুক্তির তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম।
 
বাংলা ভাষার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে আরও দুটি ভাষায়। ভাষাগুলো মান্দারিন (চায়নিজ) ও মালয়। বাংলাদেশসহ ছবিটি মুক্তি পাবে ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইটালি ও যুক্তরাষ্ট্রে। বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। এছাড়া ইংরেজি সাবটাইটেল থাকবে। যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনায় রয়েছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু। ‘অগ্নি ২’-তে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top