ভারতের
সিরিজ পরাজয়ে হতাশা ব্যক্ত করেও বাংলাদেশের ওয়ানডে সাফল্যের প্রশংসা করেছেন
সৌরভ গাঙ্গুলি। বিশেষ বাংলাদেশ দল যেভাবে ভারতকে পর্যুদস্ত করেছে।
সাবেক
ভারতের অধিনায়ক সৌরভ এনডিটিভি টেলিভিশনকে বলেন,‘এটা (ফল) হতাশাব্যঞ্জক।
তবে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এ জন্য তাদের কৃতিত্ব দেয়া উচিত।
মাশরাফি
বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ গত বুধবার শেষ হওয়া ওয়ানডে সিরিজে
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ী হয়। শক্তিশালী ভারতের বিপক্ষে এটাই হল
বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়।
গাঙ্গুলি
অবশ্য গণমাধ্যমে প্রচারিত বিরাট কোহলির এক মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয়
দলে অসন্তোষের খবরকে 'বাজে' বলে অভিহিত করেন। কোহলি বলেছিলেন ভারতীয় দল
সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে সিরিজে হেরেছে।
এ
প্রসঙ্গে গাঙ্গুলি বলেন,‘যখনই কোন দল হারে, নিজেদের সামর্থ্য অনুযায়ী
খেলতে না পারে, সেসময় আপনি এসব কথাবার্তা শুনতে পাবেন। আমি মনে করি দলে কোন
কলহ নেই। এগুলো সব বানোয়াট।’