বাগানপ্রেমী কেট উইন্সলেট

S M Ashraful Azom
তারকাদের কতই না শখ থাকে। অনেক অদ্ভুত শখের খবরও পাওয়া যায় গণমাধ্যমে। ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট এবার তার শখের কথা জানালেন। তবে কোনো অদ্ভুত শখ না। তিনি এখন মজেছেন বাগানে। এখন রীতিমতো বাগানপ্রেমী ৩৯ বছর বয়সী এই হলিউডি তারকা। তবে এই শখটা খুব পুরোনো না তার। কেট জানান চলচ্চিত্র তাকে বাগানপ্রেমী বানিয়েছে। কেট বলেন, ‘বাগানের পরিচর্যার জন্য অনেক সময় দিতে হয়। আমি ভালোবাসা দিয়ে আমার বাগানটি তৈরি করছি। আমার আঙুলের অবস্থাও খুব একটা ভালো না। কিন্তু এতে আমার কোনো কষ্ট হচ্ছে না।’ উল্লেখ্য, কেট ‘অ্যা লিটল ক্যাওস’ শিরোনামে একটি ফরাসি ছবিতে অভিনয় করতে গিয়ে বাগানের প্রেমে পড়ে যান। প্রতিদিন ছবি চিত্রায়ণ শেষ করে বাসায় ফিরে এখন বাগান পরিচর্যার কাজে লেগে যান কেট।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top