অ্যাপলের বিরুদ্ধে সমালোচনা করলেন পপ তারকা
টেইলর সুইফট। অ্যাপলের নিয়ম অনুযায়ী কোনো মিউজিক পরিবেশনে চুক্তিবদ্ধ হলে
প্রথম তিন মাস অনলাইনে গ্রাহকদের তা বিনামূল্যে শুনতে দেওয়া হয়। নিয়ম
অনুযায়ী টেইলরের গানগুলোরও কোনো পারিশ্রমিক দেয়নি অ্যাপল। টেইলর তার নতুন
‘১৯৮৯’ অ্যালবামের গানগুলো অ্যাপল স্ট্রিমে প্রচারে চুক্তিবদ্ধ হন। কিন্তু
অ্যাপলের নীতিতে রাজি না হওয়ার কারণে চুক্তি বাতিল করার সংবাদ এক খোলা
চিঠিতে ঘোষণা দেন। টেইলর বলেন, ‘অ্যাপল শিল্পীদের সাথে প্রতারণা করছে।
তাদের নীতি ঠিক করা প্রয়োজন।’ টেইলরের এই সমালোচনার পর তার সব শর্তই এবার
মেনে নিচ্ছে অ্যাপল। এমনকি তাদের পেমেন্ট নীতিতেও পরিবর্তন এনেছে।