রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে পুলিশের র‍্যালি

G M Fatiul Hafiz Babu
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল ইমাম সমিতি এবং মহানগর পুলিশ প্রশাসন নগরীতে যৌথভাবে র‍্যালি বের করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন মহানগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী। এসময় তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা প্রকাশ্য পানাহার থেকে বিরত থাকতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি করা যাবে না। সকাল প্রকার অশ্লীলতা বন্ধ রাখা ও রোজাদারদের সম্মান করার আহ্বান জানান তিনি।

র‍্যালিতে অংশ নেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. সোয়েব আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জিল্লুর রহমান, নগর ইমাম সমিতির সাধারণ সম্পদক বশিরুল্লাহ আতাহারীসহ অন্যরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top