বকশীগঞ্জে ওজনে তেল কম দেওয়ায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনকে জরিমানা

G M Fatiul Hafiz Babu
প্রতিনিধি ঃ
বকশীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দেওয়ার কারণে বকশীগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভিনের ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাগাছে, রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন উপজেলার তিনানীপাড়ায় অবসি'ত মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান চালায় । এ সময় ফিলিং স্টেশনে মিটারে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। ফলে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিএসটিআই প্রতিনিধি শাহাদাত হোসেন, উপজেলা সেনিটারী ইন্সেপক্টর মোস'ফা কামাল টিটন উপসি'ত ছিলেন।
স'ানীয়দের অভিযোগ, বাবুল মনি সাহা পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ তেলে কম দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
তেল নিতে আসা বাট্টাজোড় এলাকার মোটরসাইকেল আরোহী ফিরোজ আলম জানান, দীর্ঘদিন যাবৎ বিশ্বাস করে পরেশ চন্দ্র ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে আসছি, এ কথা শোনার পর এ ফিলিং স্টেশন থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে ফিলিং স্টেশন মালিক ও বকশীগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর অন্যতম সদস্য শ্রী বাবুল মনি সাহা তেল কম দেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, এতে আমার কোন দোষ নেই, ফিলিং স্টেশনের ম্যানেজার তেলের বিষয়টি দেখাশুনা করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top