‘আমিরের জন্য জ্যাকি চ্যানকে ঝুলিয়ে রেখেছি’

S M Ashraful Azom
বলিউডি সুন্দরী জ্যাকি চ্যানের সাথে ছবি করার অফারকেও অনেকদিন ধরেই ঝুলিয়ে রাখছেন। এমনিতে যখন অনেকে জ্যাকি চ্যানের সাথে ছবি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে সেখানে ক্যাটরিনা জ্যাকি চ্যানের অফার ঝুলিয়ে রেখেছিলেন।
এবারের কান উত্সবে প্রথমবার অংশ নেওয়ার ফল পাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তার দুয়ারে চলে এসেছে আন্তর্জাতিক একটি ছবির কাজ। নাম ‘কুংফু ইওগা’। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটিতে তার সহশিল্পী থাকছেন জ্যাকি চ্যান।
জানা গেছে, এতে চীনা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় অধ্যাপিকার ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। জ্যাকি অভিনয় করবেন চীনা প্রত্নতত্ত্ববিদ চরিত্রে। মারধরে ভরপুর ছবিটিতে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই একই ছবিতে আমির খানকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময় ফাঁকা না থাকায় বলিউডের এই সুপারস্টার হ্যাঁ বলতে পারেননি। তবে ক্যাটরিনাও এখনো পুরোপুরি রাজি হননি বলে জানান তার মুখপাত্র।
ছবিটি পরিচালনা করবেন হংকংয়ের নির্মাতা স্ট্যানলি টং। তিনি এর আগে জ্যাকি চ্যানকে নিয়ে ‘রাম্বল ইন দ্য ব্রনক্স’ নির্মাণ করেন।
 
বলিউডি অভিনেত্রীদের মধ্যে এর আগে মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ’ ছবিতে অভিনয় করেন জ্যাকি চ্যানের সঙ্গে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top