প্রথমবারের মতো শুভ জন্মদিন শুনলো লিয়া

S M Ashraful Azom


ব্রিটেনে চার বছর বয়সী শিশু লিয়া আর্মিটেইজ এই প্রথমবারের মতো তার বাবা-মাএর গলায় জন্মদিনের গান শুনতে পেল। লিয়ার অপারেশনের পর এই প্রথম সে কানে শুনতে পেল
বলা যায়, জন্মদিনের উপহার হিসেবে লিয়া কানে শোনার ক্ষমতা ফিরে পেলব্রিটেনে কানের অপারেশনের সবচেয়ে কমবয়সী রোগী ছিল লিয়া। জন্ম থেকেই কানে শুনতে পেতোনা লিয়া, তার উভয় কানের কর্ণের নার্ভ শ্রবণের নার্ভ নষ্ট ছিলদুবছর আগে লিয়ার দুকানই নতুন করে স্থাপনের জন্য বড় ধরনের একটা অপারেশন হয়। কিন্তু তার মস্তিষ্কের সাথে বিষয়টা খাপ খাইয়ে নিতে অনেকটা সময় লেগেছেসেন্ট থমাস হাসপাতাল জানিয়েছিল, লিয়া ইমপ্ল্যান্ট সার্জারি অর্থাৎ কান স্থাপনের অপারেশন সফল হয়েছেহাসপাতাল কর্তৃপক্ষ দুবছর পর্যবেক্ষণে রেখেছিল লিয়াকেহাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই দুই বছরে লিয়া যেভাবে সবকিছু গ্রহণ করেছে সেটাতে তারা খুবই অবাক হয়েছেলিয়া এখন সবধরনের শব্দই শুনতে পাচ্ছে এবং নিজে থেকে সাড়া দিতে পারছেলিয়ার বাবা বব আর্মিটেইজ বলছেন, “এখন অন্যরুম থেকে ডাকলে লিয়া শুনতে পায়। লিয়ার পছন্দের ডিজনিওয়ার্ল্ডের ছবিগুলো দেখে আমরা অনেকটা সময় ওকে নিয়ে কাটাইআমরা খুবই আনন্দিত লিয়ার জন্মদিনে গান গাইছি আর শুনতে পাচ্ছে। এটা লিয়ার জন্যতো বটেই পুরো পরিবারের জন্য বিশেষ একটা দিন”-বলছিলেন লিয়ার বাবা।সূত্র:বিবিসি বাংলা
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top