দেশের ৬৪টি জেলায়
অধিভুক্ত কলেজ
থেকে পাস
করা দেড়
কোটি শিক্ষার্থীর
অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন
অনুষ্ঠিত হবে
বলে জানিয়েছেন
উপ-উপাচার্য
(উপাচার্যের দায়িত্বে) অধ্যাপক ড. মুনাজ
আহমেদ নূর।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে কলেজ শিক্ষকদের ৯২তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণকালে তিনি এ কথা জানান।
ড. মুনাজ আহমেদ নূর বলেন, ২০১৬ সালে প্রথমবারের মতো প্রায় দেড় কোটির বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে একসঙ্গে ৬৪ জেলায় সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
কলেজ শিক্ষকদের ট্রেনিং শেষে এক সপ্তাহের জন্য একটি রিফ্রেশিং কোর্সের ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।
উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নির্ধারণে অধিভুক্ত ৭০টি কলেজকে র্যাংকিংয়ের আওতায় আনা হবে, তবে সেটা শুধু রেজাল্টের ভিত্তিতে নয়, শিক্ষার সার্বিক পরিবেশ বিবেচনা করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়েল ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, কোর্স উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. তাইবুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিক উজ জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক এ এইচ বি সুশান।