প্রধানমন্ত্রীর অনুরোধে বেসরকারি
বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে
প্রস্তাবিত ১০ শতাংশ মূল্য সংযোজন
কর (মূসক)
কমিয়ে ৭
দশমিক ৫
শতাংশ করার
কথা জানিয়েছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের ওপর সাধারণ আলোচনার সমাপনী ভাষণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পরিবর্তিত এ সিদ্ধান্তের কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, অনেক সংসদ সদস্য এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সবশেষ প্রধানমন্ত্রীও এটি কমানোর অনুরোধ করেছেন।
গত ৪ জুন সংসদে উত্থাপিত ২০১৫-১৬ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রস্তাবিত ১০ শতাংশ মূল্য সংযোজন করের (মূসক) প্রস্তাব করা হয়েছিল। এর ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পড়ার খরচ (টিউশন ফি) বেড়ে যাবে বলে আশঙ্কা করেছিলেন শিক্ষানুরাগীরা। বেশ কয়েকটি ছাত্র সংগঠন এ নিয়ে আন্দোলনও করেছে।