পটুয়াখালীতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে
২০১৪ সনের
শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।
সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব অমিতাভ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুজ্জামান মনি ।
২০১৪ সনের এসএসসি, দাখিল, আলিম ও এইসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য মোট ২৩৫ জন ছাত্রছাত্রীদের মাঝে ৪ হাজার ১০ টাকা করে মোট ৯ লাখ ৪২ হাজার ৩৫০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে জেলা পরিষদ।