কলেজে ভর্তিচ্ছুদের ভিড়

S M Ashraful Azom


কে কোন কলেজে ভর্তি হবে সে তালিকা প্রকাশের ভোগান্তির পর সারাদেশে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া। সকাল থেকে স্ব স্ব কলেজে শুরু ভিড় করছে ভর্তিচ্ছিু শিক্ষার্থীরা
সোমবার সকালে রাজধানীর সিটি কলেজে গিয়ে দেখা যায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
ফারিয়া সুলতানা নামে একজন শিক্ষার্থী বলেন, ‘তালিকা প্রকাশ নিয়ে তিনদিন ধরে নানা ঘটনায় দুশ্চিন্তায় ছিলাম। গত রাতে অবশেষে প্রকাশের পর আর দেরি করিনি। রাতেই জেনেছি কোন কলেজে ভর্তি হতে পারবো। প্রথম পছন্দ হিসেবে এখানে এসেছি
কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের তিন দিন পর রবিবার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনয়নপ্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। রবিবার রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের তথ্য জানানশিক্ষা সচিব বলেন, ‘প্রথম দফায় যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত করা হয়েছে।চার দফায় সময় বাড়িয়ে রবিবার রাত ১২টা ২৩ মিনিটে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করল ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে
৩০ মে প্রকাশিত এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এই তালিকার অপেক্ষায় ছিলেন
মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ২৯ ৩০ জুন এবং জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে পূর্বনির্ধারিত জুলাই থেকেই ক্লাস শুরু হবেআগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ থেকে ৩০ জুন বিলম্ব ফি ছাড়া প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালি থাকা সাপেক্ষে জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল
তবে সারা দেশের সব কলেজে ভর্তির জন্য মনোনীতদের তথ্য সমন্বিত করে ওই ওয়েবসাইটে প্রকাশ করতে গিয়ে জটিলতায় পড়ে বুয়েটের আইআইসিটি, যাদের কাছ থেকে কারিগরি সহায়তা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করলেও একাধিক আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদন জমা পড়ে মোট ৩৩ লাখ কারিগরি জটিলতা প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির দাবি, একেকজন শিক্ষার্থীর কলেজ বাছাইয়ের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকায় তথ্য সমন্বয় করতে গিয়েই প্রোগ্রামে জটিলতা দেখা দিয়েছিলগত কয়েক বছর ধরেই মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা
যেসব শিক্ষার্থী এখনও অনলাইনে আবেদন করেননি, তারা থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top