নওগাঁ সদর উপজেলার
শালুকা গ্রামে
তুচ্ছ ঘটনাকে
কেন্দ্র করে
সিফাত হোসেন
নামে চার
বছর বয়সী
এক শিশুকে
হাতুড়ি দিয়ে
পিটিয়ে হত্যা
করা হয়েছে।
রবিবার সন্ধ্যার
দিকে এ
ঘটনা ঘটে।
খবর পেয়ে
পুলিশ রাতে
নিহতের লাশ
উদ্ধার করেছে।
নিহত শিশু সিফাত হোসেন ওই গ্রামের আকরাম পারভেজ হিরার ছেলে। সিফাত হোসেনকে হত্যার অভিযোগে প্রতিবেশি মো. আলামিনকে আটক করেছে পুলিশ। আটক মো. আলামিন মাহতাব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শালুকা গ্রামের মন্ডলপাড়ার মো. আলামিন তার নিজ বাড়ির উঠানে ইট ভাঙ্গার কাজ করছিল। সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশি শিশু সিফাত হোসেন একই উঠানে খেলা করতে দুষ্টুমি করে।
এতে ক্ষিপ্ত হয়ে আলামিন শিশু সিফাত হোসেনকে তার বাড়ির মধ্যে ডেকে হাতুড়ি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানতে পেরে গ্রামবাসী মো. আলামিনকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ রাতে শিশুর লাশ উদ্ধার করে এবং মো. আলামিনকে আটক করে থানায় নিয়ে আসে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাকিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।